8th AGM and Annual Get-Together of Bankers' Welfare Association Bangladesh (BWAB) was held on 26/04/2024 (Friday) successfully. Please click here to View/Download the Resolution of BWAB 8th AGM.
AGM & PICNIC SCHEDULE, 2024 Bankers' Welfare Association Bangladesh (BWAB) BWAB এর সকল Lifetime Member গণ এর অবগতির জন্য AGM ও PICNIC, 2024 এর Schedule নিম্নে উল্লেখ করা হলো: DATE: 26/04/2024 (Friday Evening with Dinner) VENUE: Hotel Sea Princess, Cox's Bazar DEPARTURE: 27/04/2024 (Saturday - After Complimentary Breakfast)
BWAB এর Bankers' Housing সংক্রান্ত Update Bankers' Housing Ist phase - এ ৩ ও ৫ কাঠা প্লট আকারে মোট ২১৯ কাঠা জমি বরাদ্দ দেয়া হয়েছে। প্রতি কাঠা জমির মূল্য ছিল ১০.৫০ লাখ টাকা। উল্লেখ্য, 1st phase এ Bankers' Welfare Association Bangladesh এর Office (BWAB Tower) এর জন্য ২০ কাঠা জমি ক্রয় করা হয়েছে। বর্তমানে 2nd phase এর ৩ ও ৫ কাঠা প্লট বরাদ্দ চলছে। 2nd phase - এ জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় বর্তমানে প্রতি কাঠা জমির মূল্য দাঁড়িয়েছে ১২.৭৫ লাখ টাকা। প্লট এ প্রবেশ পথে ৪০ ফুট ও ৩০ ফুট প্রশস্ত রাস্তা থাকছে। এ লিংক রাস্তা সহ প্লটে বালি/মাটি ভরাট করে Developer কতৃক প্লট মালিক গনকে ৪ বৎসর পরে hand over করা হবে। তবে কেউ প্লট এর সমুদয় টাকা পরিশোধ করলে সাথে সাথেই প্লট রেজিস্ট্রি করে নেয়া যাবে। জমি তে বালি ফেলে উন্নয়ন কাজ চলছে। আগামী বর্ষা মৌসুমে dredging এর মাধ্যমে বালি ফেলে উন্নয়ন কাজ তরান্নিত করা হবে। LOCATION Dhaka city হতে 300 feet Purbachal Express Way এবং 180 feet Asian Highway এর মধ্যবর্তী স্থানে RAJUK-PURBACHAL এর ২৮নং সেক্টর ঘেঁষে, কুড়িল বিশ্বরোড থেকে মাত্র ১০ মিনিট দূরত্বে। Bankers' Housing Project টি পরিকল্পিত RAJUK-PURBACHAL ঘেঁষে আকর্ষণীয় অবস্থানে হওয়ায় এর পার্শবর্তী জমির মূল্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তাই, Plot Booking এর জন্য এখনিই সিদ্ধান্ত নিন।
7th AGM and Annual Get-Together of Bankers' Welfare Association Bangladesh (BWAB) was held on 21/01/2023 (Saturday) successfully. The AGM function was presided over by Kazi Md. Shafiqur Rahman (Former MD, Mutual Trust Bank Limited), and the President, Bankers’ Welfare Association Bangladesh (BWAB). Thanks to the BWAB members, Life Time members and EC members for your presence and active participation in the 7th Annual General Meeting and Picnic. Please click here to View/Download the BWAB 7th AGM Minutes.
ব্যাংকার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন বাংলাদেশ (BWAB) এর সদস্য হওয়া ও নবায়ন সংকান্ত জরুরী নির্দেশনা ব্যাংকার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন বাংলাদেশ (BWAB) এর সদস্য হওয়া ও নবায়নের জন্য নিম্ন বর্ণিত নির্দেশনা এখন থেকে কার্যকর হবে: ১। সাধারণ সদস্যগণের ক্ষেত্রে সদস্য পদ গ্রহণের পর সদস্য পদের মেয়াদ উক্ত বছর ৩০ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। নবায়ন ফি প্রদান সাপেক্ষে তা নবায়িত হবে। ফি প্রদান সংক্রান্ত তথ্যাবলীঃ ক) সাধারণ সদস্য ফি ৫,০০০ (পাঁচ হাজার) টাকা এবং বাৎসরিক নবায়ন যোগ্য ফি ৫০০ (পাঁচ শত) টাকা, প্রতি বছর ৩১ শে অক্টোবর তারিখের মধ্যে জমা দিতে হবে। খ) আজীবন সদস্য ফি ১০,০০০ (দশ হাজার) টাকা এককালীন। নবায়নের প্রয়োজন নাই। আজীবন সদস্য ফি ১০,০০০ (দশ হাজার) টাকা ৩০ শে ডিসেম্বর, ২০২২ পর্যন্ত বলবৎ থাকবে। সদস্য ফি জমা দেয়ার জন্য ব্যাংক একাউন্ট এর নাম: Bankers’ Welfare Association Bangladesh (BWAB) ব্যাংক একাউন্ট নম্বর: 0460210009986 direct or through EFTN (Routing No. 145264851 where necessary) ঠিকানা: MTB Centre Corporate Branch, Gulshan-1, Dhaka এবং BWAB বিকাশ মার্চেন্ট মোবাইল নম্বর ০১৬২৮৫৫১২৮৬ ২। প্রতি বছর ৩১ শে অক্টোবর এর মধ্যে কোনো সাধারণ সদস্য নবায়ন ফি বা বকেয়া ফি প্রদান না করলে সদস্যপদ স্থগিত থাকবে এবং BWAB ওয়েবসাইট থেকে তার নাম, ছবি ও সদস্য সম্পর্কিত তথ্য সরিয়ে নেয়া হবে। স্থগিত কৃত সদস্যপদ পুনরায় সচল করতে চাইলে ১,০০০ টাকা অতিরিক্ত জরিমানা প্রদান করতে হবে। তা ছাড়াও বকেয়া সকল ফি পরিশোধ সাপেক্ষে সদস্যপদ পুনর্বহাল করা হবে। অতএব, সংস্লিষ্ট সকল BWAB সদস্য গনকে বিষয়টির প্রতি গুরুত্ব দেয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। যাঁরা এ বছর সাধারণ সদস্য পদ নবায়ন করেন নি বা নবায়ন এর ফি একাধিক বছর বকেয়া রয়েছে তাঁদেরকেও যথা শীঘ্র এবং অবশ্যই ৩১ শে অক্টোবর, ২০২২ ইং তারিখ এর মধ্যে বর্ণিত বকেয়া ফি জমা দিয়ে সাধারণ সদস্য পদ নিয়োমিত করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে। Kazi Md. Shafiqur Rahman President Bankers' Welfare Association Bangladesh (BWAB) 01865785123 01714116090
Bankers' Welfare Association Bangladesh (BWAB) Office Premise (BWAB Tower) এর জমি রেজিস্ট্রেশন সম্পন্ন। অদ্য ২৬/০৯/২০২২ ইং তারিখে Civic Real Estate থেকে BWAB Office Premise (BWAB Tower) এর জন্য জমি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। এ আনন্দঘন মুহূর্ত BWAB এর জন্য একটি মাইল ফলক। এ সফলতার জন্য BWAB এর সকল সম্মানিত সদস্যগনকে জানাই আন্তরিক মোবারকবাদ। সেই সঙ্গে Bankers' Housing এর plot নেয়ার জন্য যাঁরা বুকিং / বুকিং মানি জমা দিয়েছেন তাঁদের কেও BWAB এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতায় আল্লাহ তায়ালার রহমতে BWAB তার সকল সম্মানিত সদস্য এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সকল সহকর্মীদের সার্বিক কল্যানে যথাযথ ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে। Kazi Md. Shafiqur Rahman President Bankers' Welfare Association Bangladesh (BWAB)
BWAB এর সম্মানিত সদস্যগণের অনুরোধে নিম্ন বর্ণিত কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে: ১। শীঘ্রই Civic Real Estate থেকে BWAB এর অফিস BWAB Tower এর জমি রেজিস্ট্রি সম্পন্ন হবে। ২। নির্ধারিত জমিতে প্লট এর ম্যাপ তৈরির কাজ চলছে। এর পরেই যাঁরা ইতিমধ্যে ২০% বুকিং মানি জমা দিয়েছেন তাঁদেরকে প্লট এর বরাদ্দ পত্র দেয়া হবে। ৩। যাঁরা ইতিমধ্যে ২০% বুকিং মানি জমা দিয়েছেন এবং যাঁরা বুকিং দিয়ে টাকা জমা দিতে পারেননি তাঁরা ১৫/১০/২০২২ এর মধ্যে ২০% বুকিং মানি জমা দিলে প্রতি কাঠার মূল্য ১০ লাখ টাকা ধরা হবে অর্থাৎ প্রতি কাঠায় ৫০,০০০/- টাকা কম দিতে হবে। উক্ত ডিসকাউন্ট এর টাকা শেষ কিস্তির সাথে সমন্বয় করা হবে। ৪। যাঁরা এক বারে মূল্য পরিশোধ করে প্লট নিতে চান তাঁদেরকে সাথে সাথেই প্লট রেজিস্ট্রি করে দেয়া হবে। তাঁদেরকেও কাঠা প্রতি ৫০,০০০/- টাকা ডিসকাউন্ট সুবিধা দেয়া হবে অর্থাৎ প্রতি কাঠার মূল্য ১০ লাখ টাকা ধরা হবে। ৫। ২০% বুকিং মানি জমা দিলে প্লট এর অবশিষ্ট টাকা ৪৮ কিস্তিতে দেয়া যাবে, ইচ্ছা করলে বা পেমেন্ট এর সুবিধার্থে তিন বা ছয় কিস্তির টাকা একবারে আগেই জমা দেয়া যাবে। ৬। জমির বর্তমান প্রতি কাঠা মূল্য ১০.৫০ লাখ টাকা ৩০/০৪/২০২৩ পর্যন্ত বলবৎ থাকবে। ৭। প্লট size ৩, ৪ ও ৫ কাঠা। কয়েক জন মিলেও গ্রুপ করে প্লট নেয়া যাবে। Kazi Md. Shafiqur Rahman President Bankers' Welfare Association Bangladesh (BWAB) Mobile: +880 1865785123, +880 1714116090 E-mail: shafiq.crbhrd@gmail.com BWAB Housing Project E-mail: bwabhousing@gmail.com
BWAB
কর্তৃক অদ্যাবধি গৃহীত কল্যাণমূলক কর্মসূচী সমূহ
ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ
(BWAB)
বাংলাদেশের সকল ব্যাংকার, তাদের পরিবার ও নির্ভরশীল সকল সদস্যগণের কল্যাণমুখী কর্মকান্ডে ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
BWAB
অদ্যাবধি যে সকল কর্মসূচি ও পদক্ষেপ গ্রহন করেছে তা এক নজরে নিম্নে প্রদান করা হলো:
BWAB
বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় হতে প্রাপ্ত লাইসেন্স নং ২৫/২০১৬, তারিখ - ২৫/১০/৮২০১৬ ইং এবং RJSC কর্তৃক
TO
-৯৩৬/২০১৬ তারিখ ১৫/১১/২০১৬ মাধ্যমে নিবন্ধনকৃত একটি আইনগত বৈধ প্রতিষ্ঠান।
ক)
কর্মকর্তাগণ যেন অযথা হয়রানির স্বীকার বা ক্ষতিগ্রস্থ না হয় এবং তাদেরকে শৃঙ্খলজনিত কারন ব্যতীত চাকুরিচ্যুত না করা হয় বা পদত্যাগে বাধ্য করা না হয়।
খ)
বেসরকারি ব্যাংক সমূহের কর্মকর্তাগণকে যেন বৈষম্য ব্যতীত
Incentive Bonus
প্রদান করা হয়।
গ) সরকারি সিদ্ধান্ত মতে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সমূহের কর্মকর্তাগণকে পৃথক ভাতা সমূহ যেমন - বৈশাখী ভাতা ইত্যাদি প্রদান করা হয়।
ক) কোন অবস্থাতেই কর্মকর্তাগণের বেতন-ভাতা যেন কমানো না হয়
খ)
সাধারণভাবে সকল কর্মকর্তাগণের বাৎসরিক
Increment
যেন বিবেচনা করা হয়
গ)
ব্যাংক এর বাৎসরিক মুনাফার অনুপাতে যেন
Incentive Bonus
বিবেচনা করা হয়
ঘ) প্রত্যেক সকল ব্যাংক এ কর্মকর্তাগণের পদোন্নতি যেন অব্যাহত রাখা হয় এবং সকল ব্যাংক যেন একই ধরনের
Promotion Criteria
অনুসরণ করে।
ঙ) সকল ব্যাংক এ কর্মকর্তাদের জন্য একই রকমের যেমন
Probationary Officer, Officer, Senior Officer, Principal Officer, Senior Principal Officer, AVP, SAVP, VP, SVP, SEVP, DMD, Addl. MD এবং MD & CEO
অনুসরন করা হয়।
Welfare activities undertaken by BWAB so far
Bankers’ Welfare Association Bangladesh (BWAB) is committed to work for the cause & welfare of the members of BWAB, their family members and dependents as well as for the whole community of officers (both in service & retired) of Banks and NBFIs.
Activities and Steps taken-at a glance
Formed BWAB as a legal, authorized and registered forum under Ministry of Commerce License No.25/2016 dated 25/10/2016 and registered by RJSC under Registration No.TO-936/2016 dated 15/11/2016.
Detail of Bankers’ Housing Project
26 April 2022
Location of the Land
Moon-Hill Project of Civic Real Estate Ltd. adjacent to Sector-28 of the “Government approved Rajuk Purbachal New Town” in between three wide roads: on the front side 180 Feet Asian Highway, on the right side 120 Feet Wide Road coming from Ashkona and on the back side 150 Feet Wide Road of Rajuk.
Potentiality & Importance
Information about Land
Contact: 01714116090
Kazi Md. Shafiqur Rahman
President
Bankers' Welfare Association Bangladesh (BWAB)
BWAB Membership Fee 1 April 2022 All officers of Banks & Financial Institutions (Both in Service or Retired) are eligible to become member of Bankers' Welfare Association Bangladesh (BWAB). Registration of membership is open throughout the year. General Membership Fee Tk. 5,000/- (Yearly Renewal Fee Tk. 500/-) Life Time Membership Fee Tk. 20,000/- There is provision for Auto Registration / Online Registration of Membership clicking Registration option at the Website of BWAB.
Membership Form (DOC File and PDF File) NB: Life Time Members will get 1st preference for participating/investing in any project or scheme undertaken by BWAB. Bank Account Information A/C Name: Bankers’ Welfare Association Bangladesh A/C No: 0460210009986 direct or through EFTN (Routing No. 145264851 where necessary) Address: MTB Centre Corporate Branch, Gulshan-1, Dhaka and bKash Merchant Mobile No. 01628551286 Please click HERE for information about user manual. Kazi Md. Shafiqur Rahman President Bankers' Welfare Association Bangladesh (BWAB) 01714116090
BWAB E-Newsletter "Voice of Bankers" 30 March 2022 BWAB launched today the first ever quarterly E-Newsletter "Voice of Bankers". This is again a great moment for all our distinguished Members as well as for all the fellow colleagues of the Banks & NBFIs. BWAB will continue to focus and work for the welfare of the BWAB Members, their family members/dependents & Colleagues of Banks & NBFIs. Please visit the weblink at our BWAB R&D Center Website and Facebook Group Page for E-Newsletter. Kazi Md. Shafiqur Rahman President Bankers' Welfare Association Bangladesh (BWAB)
CONGRATULATIONS 28 March 2022 With great pleasure it is informed that Launching of Bankers’ Housing held successfully on the memorable day 26th March, 2022 of INDEPENDENCE of our beloved country. BWAB conveys thanks and gratitude to all the Dignified Persons, Guests and BWAB Members coming from different parts of the country for their all out support and making the program a success. Special thanks to Civic Real Estate Ltd. Managing Director and his team for highlighting the Bankers’ Housing Project to the audience through a video presentation. BWAB congratulates the pioneer persons for booking 184 Katha Land on the day of launching of the Bankers’ Housing Project which is remarkable. Alhamdulillah. Their names as a memory forever will be recorded in the book of BWAB. Very soon a meeting with the persons who have booked the land will be organized for completion of necessary work to proceed further. A separate Mail/SMS will be sent to them to attend the meeting. Interested persons: BWAB Members/Any Officers (In Service or Retired of Banks/NBFIs, Their Relatives/Friends willing to procure Plot/Land can send following information: Name, Designation, Name of Institution, Mobile Phone No. E-Mail No. Plot size in Katha, Individually or More than One person by Sharing /by paying full or by Installments to Mail No. shafiq.crbhrd@gmail.com Kazi Md. Shafiqur Rahman President Bankers' Welfare Association Bangladesh (BWAB)
LAUNCHING of Bankers’ Housing Project 18 March 2022 Presence of BWAB Members, Colleagues & Friends (Officers in Service or Retired) of all Banks & NBFIS requested. Confirm to: bwab14@gmail.com within 21/03/2022 providing Name, Designation, Bank Name, Mobile, e-mail No. (Membership No. for BWAB Members) No Registration Fee; Lunch will be provided by BWAB Date: 26/03/2022 Saturday 10-30 AM Venue: INTRACO Convention Hall Plot-40, Block-J, Road-9, Pragati Sharani, Baridhara, Dhaka Kazi Md. Shafiqur Rahman President Bankers' Welfare Association Bangladesh (BWAB)
Invitation to Attend Get-Together 16 March 2022 Bankers’ Welfare Association Bangladesh (BWAB) cordially invites BWAB Members, Colleagues & Friends (Officers in Service or Retired) of Banks & NBFIS of the country to attend Get-Together for sharing ideas on the Housing Project. The program will be followed by Lunch. Venue: INTRACO Convention Hall Plot-40, Block-J, Road-9, Pragati Sharani Road, Baridhara, Dhaka Date: 26/03/2022 Saturday; Time: 10-30 AM Please send confirmation to attend by registering with the following particulars to mail no. bwab14@gmail.com within 21/03/2022 positively. Particulars: Name, Designation, Bank’s Name, Mobile Phone No. e-mail No. (Membership No. for BWAB Members)
Housing Project
16 March 2022
Location of the Land
Moon-Hill Project of Civic Real Estate Ltd. adjacent to Sector-28 of the “Government approved Rajuk Purbachal New Town” in between three wide roads: on the front side 180 Feet Asian Highway, on the right side 120 Feet Wide Road coming from Ashkona and on the back side 150 Feet Wide Road of Rajuk.
Potentiality & Importance
Information about Land
Contact: 01714116090
Kazi Md. Shafiqur Rahman
President
Bankers' Welfare Association Bangladesh (BWAB)
বিডব্লিউএবি এর সকল সদস্যগণের আইডি কার্ড সংগ্রহ করা প্রসঙ্গে ১ মার্চ ২০২২ ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বিডব্লিউএবি) এর সকল সদস্যগণকে আইডি কার্ড সংগ্রহ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। বিডব্লিউএবি এর আইডি কার্ড ফি ৩০০ টাকা, ৩১-০৩-২০২২ ইং তারিখ এর মধ্যে ই-মেইলে উল্লেখিত ব্যাংক একাউন্টে জমা দিয়ে bwab14@gmail.com ই-মেইল ঠিকানায় অবহিত করুন। পূর্বে যে সকল সদস্য আইডি কার্ড ফি ১০০ টাকা জমা দিয়েছেন, বর্তমানে ২০০ টাকা জমা দিলেই হবে। ২০-০৪-২০২২ ইং তারিখ এর মধ্যে সকল সদস্যগণের আইডি কার্ড কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে পৌঁছানো হবে। আগামী ৩০-০৪-২০২২ ইং তারিখে বিডব্লিউএবি এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানে আইডি কার্ড সাথে নিয়ে আসবেন। আইডি কার্ড পাওয়ার জন্য bwab14@gmail.com ই-মেইল এর মাধ্যমে তথ্য প্রদান করুন ১) নাম ২) সাধারণ / আজীবন সদস্য নম্বর ৩) ছবি (রঙিন এবং পাসপোর্ট সাইজ) ৪) রক্তের গ্রুপ ৫) আইডি কার্ড প্রাপ্তির ঠিকানা ৬) মোবাইল নম্বর Bank Account Information A/C Name: Bankers’ Welfare Association Bangladesh A/C No: 0460210009986 direct or through EFTN (Routing No. 145264851 where necessary) Address: MTB Centre Corporate Branch, Gulshan-1, Dhaka and bKash Merchant Mobile No. 01628551286 কাজী মো: শফিকুর রহমান প্রেসিডেন্ট ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বিডব্লিউএবি)
Bankers' City Housing Project 19 December 2021 A discussion meeting on Bankers' City Housing Project was held on 18/12/2021. All the members of BWAB and other distinguished participants were allowed to give their suggestions & comments freely. Now, we are looking for project land surrounding Purbachal New Town declared by the Government at a good location and also to procure at a reasonable rate in accordance with the opinion made in the 1st discussion meeting. The date of the 2nd discussion meeting will be organized communicating with all our interested members and distinguished persons. Please therefore, send particulars viz. Name, Position, Address, Mobile Phone No., e-mail No. to our BWAB Official e-mail No. bwab14@gmail.com at the earliest time who are yet to send your particulars to be a distinguished member of this valuable venture. Happy New Year 2022 and wish you all the best. Kazi Md. Shafiqur Rahman President Bankers' Welfare Association Bangladesh (BWAB) 01714116090
ব্যাংকার্স সিটি প্রকল্পের আলোচনা সভা অনুষ্ঠিত ১৯ ডিসেম্বর ২০২১ গতকাল ১৮/১২/২০২১ শনিবার ঢাকার ক্যাপ্টেন্স ওয়ার্ল্ড এ বেলা তিনটায় কাঙ্খিত আবাসন সংকট নিরসনে ব্যাংকার্স সিটি প্রকল্প বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । সভায় উপস্থিত সকলকে মতামত প্রদান করার সুযোগ দেয়া হয়। ব্যাংকার্স সিটিতে পাবেন মসজিদ, সুপারশপ, শপিং মল, হাসপাতাল, জিমনেসিয়াম, আপনার ছেলেমেয়ের জন্য স্কুল, কলেজ, খেলার মাঠ, পার্ক, সুইমিং পুলসহ আরো অনেক সুবিধা এবং সেইসাথে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা। উক্ত সভায় ব্যাংকার্স সিটি প্রকল্পের আয়তন আনুমানিক ৩০০ বিঘা প্রস্তাব করা হয়। প্রস্তাবিত প্লট এর আয়তন ২.৫ কাঠা, ৩ কাঠা, ৪ কাঠা, ৫ কাঠা এবং ফ্ল্যাট এর আয়তন ১২৬০ বর্গফুট, ১৫১২ বর্গফুট, ২০১৬ বর্গফুট, ২৫২০ বর্গফুট। আপনি যদি এখনো ব্যাংকার্স সিটিতে আপনার নাম নিবন্ধন না করে থাকেন, ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বিডব্লিউএবি) এর অফিসিয়াল মেইল ঠিকানা bwab14@gmail.com এ তথ্য প্রদান করুন। কাজী মো: শফিকুর রহমান প্রেসিডেন্ট ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বিডব্লিউএবি)
ব্যাংকার্স সিটি প্রকল্পের বিষয়ে আলোচনা সভার স্থান, সময় ও তারিখ স্থান : ক্যাপ্টেনস ওয়ার্ল্ড (৩য় তলা), জাহাঙ্গীর গেট, ঢাকা। সময় : ৩ টা তারিখ : ১৮ই ডিসেম্বর ২০২১ইং ব্যাংকার্স সিটি প্রকল্পে প্লট ও ফ্ল্যাট ক্রয়ে আগ্রহী ব্যক্তিগণ উক্ত আলোচনা সভায় অংশগ্রহন করার জন্য ১৬ই ডিসেম্বর ২০২১ইং তারিখ এর মধ্যে নাম, বিডব্লিউএবি সদস্য নম্বর / পিতার নাম (বিডব্লিউএবি সদস্য ব্যতীত প্রবাসী বাংলাদেশি নাগরিকগণ এবং বাংলাদেশের সকল নাগরিকগণ), মোবাইল নম্বর ও ই-মেইল এড্রেস প্রদান করত: bwab14@gmail.com ঠিকানায় অবহিত করার জন্য অনুরোধ করা যাচ্ছে। কাজী মো: শফিকুর রহমান প্রেসিডেন্ট ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বিডব্লিউএবি) মোবাইল - ০১৭১৪১১৬০৯০
ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বিডব্লিউএবি) এর ব্যাংকার্স সিটির আলোচনা সভা: ১ ডিসেম্বর ২০২১ দয়া করে নিশ্চিত করুন যে ১৮ই ডিসেম্বর, ২০২১বিকাল ৩:০০ ঘটিকায় এ ব্যাংকার্স সিটির আলোচনা সভার তারিখ ও সময় আপনার জন্য সুবিধাজনক কি না? এটি নিশ্চিত হওয়ার সাথে সাথেই আলোচনা সভার ভেন্যূ জানানো হবে। নতুন আগ্রহী ব্যক্তিগণও নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও ইমেইল নম্বর দিয়ে BWAB এর ইমেইল নম্বর bwab14@gmail.com এ তথ্য প্রদান করতে পারেন। কাজী মো: শফিকুর রহমান প্রেসিডেন্ট ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বিডব্লিউএবি) মোবাইল - ০১৭১৪১১৬০৯০
ব্যাংকার্স সিটিতে স্বাগতম ৩১ নভেম্বর ২০২১ ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বিডব্লিউএবি) এর সদস্যগণ, প্রবাসী বাংলাদেশি নাগরিকগণ এবং বাংলাদেশের সকল নাগরিকগণ ব্যাংকার্স সিটি এর প্লট ও ফ্ল্যাট ক্রয় করতে পারবেন। প্লট ও ফ্ল্যাট ক্রয়ে আগ্রহী ক্রেতাগণকে নিয়ে ১৮ই ডিসেম্বর ২০২১ইং তারিখ শনিবার ব্যাংকার্স সিটি প্রকল্পের বিষয়ে আলোচনা করা হবে এবং আপনাদের মতামত বিশেষ গুরুত্বসহকারে বিবেচিত হবে। প্লট ও ফ্ল্যাট ক্রয়ে আগ্রহী ব্যক্তিগণ ১৬ই ডিসেম্বর ২০২১ইং তারিখ এর মধ্যে নাম, বিডব্লিউএবি সদস্য নম্বর / পিতার নাম, মোবাইল নম্বর ও ই-মেইল এড্রেস প্রদান করত: bwab14@gmail.com ঠিকানায় অবহিত করার জন্য অনুরোধ করা যাচ্ছে। কাজী মো: শফিকুর রহমান প্রেসিডেন্ট ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বিডব্লিউএবি) মোবাইল - ০১৭১৪১১৬০৯০
ব্যাংকার্স সিটি আবাসন প্রকল্প ২৮ নভেম্বর ২০২১ ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বিডব্লিউএবি) এর সদস্যগণ আমাদের বহুল কাঙ্খিত আবাসন প্রকল্প ব্যাংকার্স সিটি এর সপ্ন পূরনের দারপ্রান্তে উপনিত হয়েছি। সবুজে ঘেরা ব্যাংকার্স সিটি তে যেমন পাওয়া যাবে মনের প্রশান্তি, তেমনি পাওয়া যাবে জীবনকে উপভোগ করার সুযোগ। পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী বেছে নিন আপনার থাকার জায়গাটি। ব্যাংকার্স সিটি এর প্লট বা ফ্ল্যাট এর মালিকানার মাধ্যমে পূরন হতে পারে আপনার স্বপ্নের বাসস্থান। ব্যাংকার্স সিটি এর প্রধান আকর্ষন হচ্ছে আবাসন প্রকল্পের সাথে মসজিদ, স্কুল, কলেজ, হাসপাতাল, এইচআর ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ সেন্টার, শপিং মল, সুপার শপ, জিমনেসিয়াম, কনভেনশন সেন্টার, রিসোর্ট, সুইমিং পুল, পার্ক, খেলার মাঠ, প্রশস্থ রাস্তা এবং সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা। জমির অবস্থান এবং পরিমান ব্যাংকার্স সিটি প্রকল্পের অবস্থান হচ্ছে বাংলাদেশ সরকারের পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার কাঞ্চন ব্রীজ থেকে ৪ কিলোমিটার দক্ষিণে এবং গাউসিয়া থেকে ৩ কিলোমিটার উত্তরে এশিয়ান হাইওয়ে (৩০০ ফুট রাস্তা) এর পাশে যার উন্নয়ন কার্যক্রম চালু রয়েছে। ব্যাংকার্স সিটি প্রকল্পের মোট আয়তন ৩০০ বিঘা। ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বিডব্লিউএবি) এর সদস্যগণের প্রয়োজন অনুযায়ী ব্যাংকার্স সিটি প্রকল্পের আয়তন আরও বড় করা হবে। ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বিডব্লিউএবি) এর সদস্যগন সহ বাংলাদেশ এর সকল নাগরিকগণ ব্যাংকার্স সিটি এর প্লট ও ফ্ল্যাট ক্রয় করতে পারবেন। আগামী ১৬ই ডিসেম্বর ২০২১ইং তারিখ এর মধ্যে বুকিং কনফার্ম করে আপনার সুন্দর ভবিষ্যত গড়ার সিদ্ধান্ত গ্রহন করুন। First Come First Serve ভিত্তিতে প্লট ও ফ্ল্যাট ক্রয়ের সুযোগ প্রদান করা হবে। প্লট ও ফ্ল্যাট ক্রয়ে আগ্রহী ক্রেতাগণকে নিয়ে ১৮ই ডিসেম্বর ২০২১ইং তারিখ শনিবার ব্যাংকার্স সিটি প্রকল্পের বিষয়ে আলোচনা করা হবে এবং আপনাদের মতামত বিশেষ গুরুত্বসহকারে বিবেচিত হবে। প্লট ও ফ্ল্যাট ক্রয়ে আগ্রহী ব্যক্তিগণ ১৬ই ডিসেম্বর ২০২১ইং তারিখ এর মধ্যে নাম, বিডব্লিউএবি সদস্য নম্বর / পিতার নাম, মোবাইল নম্বর ও ই-মেইল এড্রেস প্রদান করত: bwab14@gmail.com ঠিকানায় পাঠানোর অনুরোধ করা যাচ্ছে এবং ব্যাংকার্স সিটি প্রকল্পের বিষয়ে তথ্য জানার জন্য ০১৬২৮৫৫১২৮৬ ও ০১৭১৫৭৩৫৭৪২ মোবাইল নম্বরে যোগাযোগ করুন। কাজী মো: শফিকুর রহমান প্রেসিডেন্ট ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বিডব্লিউএবি) মোবাইল - ০১৭১৪১১৬০৯০
Reappoint bankers sacked without specific charges: BB 17 September 2021 The Daily Star Bangladesh Bank (BB) yesterday asked banks to reappoint bankers who were sacked without any specific and proven charges. The central bank also directed banks to refrain from terminating employees without valid reasons. Bangladesh Bank issued the directive after it received allegations that some banks sacked some of their employees without specific and proven charges. It was done on grounds of inefficiency and failure to attain targets. And in some cases, bankers are not given their due benefit after resignations, said the central bank in a circular sent to chief executives of banks. Bangladesh Bank said it directed banks in 2020 to create an environment such that bankers feel motivated to work for implementation of the government declared stimulus package and revive the economy from the damages caused by coronavirus pandemic. Bankers are acting as frontline workers to implement the packages and keep the economy running, said the BB, adding that many bankers suffered from Covid-19 infection and many died. Under this circumstance, bankers will be in panic. They will lose their mental strength and work motivation, said the BB. As a result, meritorious and experienced people will be reluctant to join the profession, which will have a negative effect in the long term, said the central bank. The BB asked banks to refrain from sacking bankers or forcing them to resign on grounds of failure to achieve targets and inefficiency. It also suggested that banks rehire those who were sacked from April 2020 to September 15 this year without any specific reason.
Bangladesh Bank instructs banks to reappoint employees laid off during pandemic 17 September 2021 Dhaka Tribune Central bank seeks details of all employees who were dismissed or forced to resign after March 2020. The central bank has directed commercial banks to reappoint the employees they laid off or forced to resign during the coronavirus pandemic. Necessary steps have to be taken to reappoint all officers and employees of a bank, who were dismissed or forced to resign from April 1 last year to September 15 this year despite having no specific and proven allegations, said a Bangladesh Bank circular issued on Thursday. The banks have also been instructed to provide information on all laid off employees between that period by September 30. According to the circular, banks cannot lay off employees without any proven complaints. The circular was issued in compliance with Section 45 of Bank Company Law 1991, effective immediately, said the Bangladesh Bank According to it, laid-off employees complained that they were fired or forced to resign without any evidence-based complaints. The central bank said that the move to lay off employees is likely to make bankers lose confidence in the profession and discourage talented people from joining banks, making the sector suffer in the future. Bangladesh Bank also issued directives that no one can be fired or forced to resign only because of failing to meet a target. According to central bank sources, a total of 3,313 employees from six private banks resigned between January 1, 2020, and August 9 this year. Of them, 3,070 resigned voluntarily, even though they had not reached their retirement age and another 201 people were removed, 30 officers were sacked and 12 others were laid off. Meanwhile, Association of Bankers, Bangladesh (ABB), an organization of banks’ managing directors, claimed that they laid off some employees in compliance with the rules, in spite of the face that Bangladesh Bank found the number of resignations and dismissals within a span of 19 months unusual. Earlier, the central bank heard allegations that banks began layoff of employees in the wake of the Covid-19 pandemic. Later BB sent investigation team to six banks to verify the allegation.
Banks asked to reinstate officers, employees laid off during Covid-19 16 September 2021 The Daily Observer Bangladesh Bank has directed the private commercial banks to reinstate their employees, who were either laid off or forced to resign on the ground of Covid-19 pandemic. The central bank's Banking Policy Department issued a directive in this regard on Thursday. In the directive, the Bangladesh Bank has asked the private banks to take necessary steps for reinstating the officers and employees who were either laid off, or forced to resign in the last 19 months--from April 1, 2020 to September 15, 2021--without any specific and proven charges. Besides, the private commercial banks have been asked to send information by September 30 about the officers and employees who were sacked or forced to resign during the period. At the same time, the central bank has issued new directives to stop laying off bank officers and employees from now on. No official or employee cannot be suspended without any specific and proven complains from now on. Mentioning that the circular was issued as per Section 45 of the Bank Company Act 1999, the Bangladesh Bank has ordered all the private banks to implement the directive as soon as possible. Sources at the Bangladesh Bank told the Daily Observer Online on Thursday that some 3,313 employees of six private banks have resigned from January 1, 2020, to August 9 this year. Of them, 3,070 resigned voluntarily, even though they had not reached their retirement age. Another 201 people were removed, 30 officers were sacked and 12 others were laid off. Of these, 201 employees were from Eastern Bank, 1,098 from City Bank, 279 from Dutch Bangla Bank, 135 from Standard Bank, 1,211 from Brac Bank and 146 from Mutual Trust Bank. Bangladesh Bank believes that the matter is unusual, one of the sources said. On the other hand, a delegation of the Association of Bankers, Bangladesh (ABB), during a meeting with the central bank on Monday, claimed that they laid off some bankers in compliance with the rules. ABB is an organization of the managing directors of banks. They said it as the Bangladesh Bank sought an explanation behind these resignations during the meeting. The central bank also said that it will continue the ongoing investigation as it is not satisfied with such a response. A recent report by Bangladesh Bank officially raised the issue of job losses of bankers during the Covid-19 period. It is also learned that the meeting held at Bangladesh Bank discussed the issue of forcible dismissal of bank employees from the banks. Bangladesh Bank said it was inhumane to sack bankers during the coronavirus pandemic. Many workers could not find jobs elsewhere due to their high salaries. The issue also created instability in the banking sector. According to ABB, some bankers have voluntarily resigned following the rules. Their performance was not good. They also quit their jobs as the banks' internal valuation report was not satisfactory.
১৯ মাসে চাকরি হারালেন ৩ হাজার ৩১৩ জন ব্যাংকার
8 September 2021
Ekattor Television
Interview - Kazi Md. Shafiqur Rahman
President
Bankers' Welfare Association Bangladesh
Please click
HERE
to view the interview.
করোনাভাইরাস (কোভিড-১৯) এর মহামারি/দুর্যোগ মোকাবিলায় দুস্থদের সাহায্যার্থে ফান্ড গঠন ১৬ এপ্রিল ২০২০ ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বিডব্লিউএবি) এর সকল সদসগণের দৃষ্টি আকর্ষণ করছি। আসুন আমরা করোনাভাইরাস (কোভিড-১৯) এর মহামারি/দুর্যোগ এর সময় দুস্থদের কথা বিবেচনায় নিয়ে একটি ফান্ড গঠন করি। সাধ্য অনুযায়ী এমনকি যাকাতের অংশ থেকে আমরা প্রত্যেকেই অংশগ্রহণ করতে পারি। এই ফান্ড থেকে বিডব্লিউএবি এর সদস্যগনের এলাকায়ও তালিকা করে সাহায্য করা হবে। আপনার নাম, সদস্য নম্বর ও টাকার পরিমাণ বিডব্লিউএবি এর অফিসিয়াল ই-মেইল: bwab14@gmail.com এ অবহিত করার জন্য অনুরোধ করা হচ্ছে। কাজী মোঃ শফিকুর রহমান প্রেসিডেন্ট ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ মোবাইল - ০১৭১৪১১৬০৯০ ই-মেইল: bwab14@gmail.com, shafiq.crbhrd@gmail.com ওয়েবসাইট: www.bwa-bd.org Please click HERE for information about Covid-19 Fund.
Mr. Zakir Hossain, Life Time Member - 9 (General Membership no. 683) expired today (02/08/2021) due to Covid-19. We from BWAB condole his sad demise. We pray to Almighty Allah to grant him eternal peace in Jannat-ul-Ferdous.
Resolution of 5th AGM of Bankers' Welfare Association Bangladesh (BWAB) 6 March 2021 Please click here to View/Download the document.
User Manual For Individual Member’s Information 1 March 2021 We are happy to inform that henceforward BWAB Members have the following option in the website: 1) Can View Individual Profile 2) General Membership Fee Report 3) Life Time Membership Fee Report 4) View Individual Accounts Particulars viz. i) Deposit of Monthly Savings Contribution Report ii) Project Fund Report Please click here to View/Download the user manual.
Good News: Publication of BWAB Souvenir 31 January 2021 We are happy to mention that “BWAB Souvenir” (Online) has been published. Link has been given to our BWAB Website. We invite all our distinguished BWAB Members, Colleagues, Friends of all Banks & Financial Institutions, our Valued Customers of Banks/NBFIs, all Well-Wishers & interested ones to visit the following link at our BWAB R&D Center Website and Facebook Group Page. Please download for convenience. Kazi Md. Shafiqur Rahman President Bankers' Welfare Association Bangladesh (BWAB) 01714116090
ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বিডব্লিউএবি) এর ভার্চুয়াল প্লাটফরম (Virtual Platform) গঠন ২৪ এপ্রিল ২০২০ দেশের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত সকল সহকর্মী ও বন্ধুদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আপনাদের প্রিয় সংগঠন ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বিডব্লিউএবি) অত্র সেক্টরের সকল পর্যায়ের অফিসার গণের সাথে বিভিন্ন সমস্যা ও যে কোন তথ্য শেয়ারিং (যার মাধ্যমে কর্মকর্তা ও প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা হবে) এর জন্য একটি ভার্চুয়াল প্লাটফরম (Virtual Platform) গঠন করেছে। বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সহকর্মী ও বন্ধুদের নিয়ে "প্রথম ভার্চুয়াল / ভিডিও কনফারেন্স" ইতিমধ্যে গত ২১/৪/২০২০ তারিখে অনুষ্ঠিত হয় । আপনি এই প্লাটফর্মে যুক্ত হয়ে অবদান রাখতে চাইলে নিম্নোক্ত ঠিকানায় আপনার নাম, পদবী, ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের নাম, মোবাইল নম্বর ও ই-মেইল আইডি প্রেরণ করুন। যোগাযোগ: জনাব মুহাম্মদ ওমর ফারুক এসএমএস এর জন্য মোবাইল নম্বর: ০১৮১৯৮৫৪৪৫৮ ই-মেইল: farukdu321@gmail.com কাজী মোঃ শফিকুর রহমান প্রেসিডেন্ট ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড) মোবাইল- ০১৭১৪১১৬০৯০ ই-মেইল: shafiq.crbhrd@gmail.com
"ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ" এর পক্ষ থেকে সকলকে জানাই নববর্ষ ১৪২৭ এর শুভেচ্ছা। আসুন আমরা সবাই সরকারের নির্দেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ ও দেশের স্বনামধন্য চিকিৎসকগনের পরামর্শ মেনে চলি এবং করোনা ভাইরাস প্রতিহত করি। মহান আল্লাহ্তায়ালা আমাদের সহায় হোন। কাজী মোঃ শফিকুর রহমান প্রেসিডেন্ট ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ
An appeal to Honorable Prime Minister Sheikh Hasina
6 April 2020
Announcement of incentive package of Tk. 72,750 crore to overcome the possible economic impact on the country due to the outbreak of the novel corona virus is a timely and a very prudent decision.
Bankers' Welfare Association Bangladesh (BWAB) convey sincere thanks and congratulations to the Honorable Prime Minister Sheikh Hasina for this positive step.
In this respect Bankers' Welfare Association Bangladesh (BWAB) places the following very pertinent issues for immediate kind consideration of the Honorable Prime Minister during this crisis:
On behalf of
Bankers Welfare Association Bangladesh (BWAB)
Kazi Md. Shafiqur Rahman
President, BWAB
01714-116090
bwab14@gmail.com
shafiq.crbhrd@gmail.com
Congratulations to all the distinguished BWAB Members for making the 4th AGM successful. 7 March 2020 BWAB members from different parts of the country were present on the occasion. Mr. M. A. Mannan MP, Honorable Minister for Planning, Governments of the People’s of Repulic of Bangladash graced the function as the Chief Guest and Mr. Md.Nurul Amin, Secretaty, Ministry of Planning Division was present as Special Guest. The function was chaired by Kazi Md. Shafiqur Rahman, President, Bankers' Welfare Association Bangladesh (BWAB) and Former Managing Director, Mutual Trust Bank Ltd. BWAB Crest was handed over to M. Atiqur Rahman, Group Managing Director Raven Group for his commendable contribution towards agrobased industries of the country. The speech and valuable opinion of the Chief Guest and Special Guest created great inspiration & enthusiasm among the BWAB members present. BWAB is the only legal, big and unique platform of the officers (both in service & retired) of banks and financial institutions of the country. It is approved by the Ministry of Commerce under License No. 25/2016 dated 25/10/2016 and registered under TO-936/2016 dated 15/11/2016 by RJSC. Please click HERE for information about detail of discussion and resolution of the 3rd AGM of Bankers' Welfare Association Bangladesh (BWAB) . Kazi Md. Shafiqur Rahman President, BWAB 01714-116090
BWAB 4th AGM dated 07/03/2020 Saturday 9-00 AM sharp !!! Chief Guest: Mr. M. A. Mannan, MP, Honorable Minister for Planning, Govt. of the People's Republic of Bangladesh. Venue: Emanueall's Banquet Hall, House No. 04, Road No. 134, Gulshan-1, Dhaka. Distinguished Members of Bankers' Welfare Association Bangladesh (BWAB) who are yet to inform for attending 3rd AGM of BWAB dated 07/03/2020 are requested to update payment of Membership Fee for 2019 and send SMS mentioning Membership Number to Mobile Phone No. 01628551286 within 24/02/2020 positively. Please note without information for attending AGM registration will not be possible at the entry point of AGM Venue. Payment to be made to BWAB A/c No.0460210009986 direct through EFTN (Routing No. 145264851 where necessary) with MTB Centre Corporate Branch, Gulshan-1, Dhaka. Very best wishes Kazi Md. Shafiqur Rahman President, BWAB (Former MD, Mutual Trust Bank Ltd.) 01714-116090
Notice of BWAB Executive Committee Meeting
Next Executive Committee Meeting of Bankers' Welfare Association Bangladesh (BWAB) is scheduled to be held on 14/09/2019 (Saturday) at 4 PM sharp. Venue: Capricorn's Restaurant (Shaheen College Gate, Mahakhali, Dhaka) All dignified Executive Committee Members are requested to make it convenient to attend the meeting on the scheduled date on time for some important discussion. Kazi Md. Shafiqur Rahman President, BWAB 01714-116090
Executive Committee Meeting Resolution dated 04/05/2019
The following resolution was adapted:
Shifting of Date for Get -Together of Bankers' Welfare Association Bangladesh (BWAB) Life Time Members & Executive Committee Meeting
Many of our Life Time Members are not in a position to attend on 27/04/2019 due to official program. Hence, the program date has been re-fixed as under: Date: 04/05/2019 (Saturday) Time: 11 AM Sharp (Followed by Lunch) Venue: Capricorn's Restaurant (Shaheen College Gate, Mahakhali, Dhaka) Most of the Life Time Members have in the meantime confirmed to attend as per earlier program. If they have no problem with the new schedule they need not to inform further. We will consider their confirmation OK for 04/05/2019. Those who are yet to response Please confirm your attendance through SMS to Mobile No. 01714-116090 within 23/04 /2019 for proper arrangement mentioning: "Will attend, then Name & EC or Life Time Member Sl.---" NB: Life Time Membership is open. Interested Members & other colleagues may become Life Time Members of BWAB any time. Pls. make your efforts to increase Life Time Membership. Thanks Kazi Md. Shafiqur Rahman President, BWAB (Former Managing Director, Mutual Trust Bank Ltd.) 01714116090
নববর্ষের শুভেচ্ছা
"ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ" এর সকল সদস্য ও সহকর্মীদের জানাই নববর্ষ ১৪২৬ এর শুভেচ্ছা। নতুন বর্ষ সবার জন্য বয়ে আনুক সুখ ও শান্তির বার্তা। নিজ ও পরিবারের কল্যাণের জন্য "ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ" এর সদস্য হউন। কাজী মো: শফিকুর রহমান প্রেসিডেন্ট ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ
Requirement for the Membership of Bankers' Welfare Association Bangladesh (BWAB)
Eligibility for Membership: All Officers of Banks & Financial Institutions (Both in Service or Retired) are eligible to become member of Bankers' Welfare Association Bangladesh (BWAB). Particulars required for Membership
- Name
- Designation
- Name of Bank/Financial Institution
- Place of posting
- Personal Mobile & E-mail No.
Membership Form (DOC File and PDF File) NB: Life Time Members will get 1st preference for participating/investing in any project or scheme undertaken by BWAB. Bank Account Information A/C Name: Bankers’ Welfare Association Bangladesh A/C No: 0460210009986 direct or through EFTN (Routing No. 145264851 where necessary) Address: MTB Centre Corporate Branch, Gulshan-1, Dhaka and bKash Merchant Mobile No. 01628551286 Please click HERE for information about user manual. Kazi Md. Shafiqur Rahman President, BWAB (Former MD, MTBL)