Covid-19

This is a list of Bank Officers who died from Covid-19.
04 October 2024


ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বিডব্লিউএবি) এর পক্ষ থেকে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সকল ব্যাংক কর্মকর্তাগণের জন্য গভীর শোক প্রকাশ এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।


BWAB has established MOU with three Hospitals for Covid-19 Test
6 August 2020


Only regular members & their relatives are eligible to get the medical facilities. So, all the members are requested to pay up-to-date fee to regularize membership.
(NB: Life Time Members are not required to pay any further membership fee)
Main Features

  • Ibn Sina
    Address: House# 48, Road# 9/A, Satmasjid Road, Dhanmondi, Dhaka-1209
    Rate for Covid-19 Test
    At Hospital: Tk.3,800/-
    Sample Collection: Tk..4,000/- (From Residence)
    Contact: 9128835-7 & 9125525-6
  • International Medical College & Hospital (IMCH)
    Address: Aushulia, Sataish, Tongi, Gazipur
    Rate for Covid-19 Test
    At Hospital: Tk.3,150/-
    Sample Collection: Tk..4,000/- (From Residence)
    Contact: 01313498583 & 01927873906
  • CSBF Health Center
    Address: 109 Bijoy Saroni, near Awlad Hossain Market, Tejgaon, Dhaka-1215
    Rate for Covid-19 Test
    At Hospital: Tk.3,500/-
    Sample Collection: Tk..4,000/- (From Residence)
    Contact: 01708522510

Ibn Sina will provide the following additional services:
  • 35% discount on all kinds of Pathological Tests
  • 30% discount on PCR Tests
  • 30% discount on all kinds of Radiological and Imaging Tests
  • 10% discount on dental services
All payments of the medical services shall be made in cash/debit or credit card by the Members of Bankers' Welfare Association Bangladesh (BWAB).


Free Medical Facility for Covid-19 affected Members of BWAB!!!
1 July 2020


Bankers' Welfare Association Bangladesh (BWAB) has taken decision to provide free Medical Service to the Covid-19 affected Members of BWAB. Only regular members will be eligible to get this medical service w.e.f. 1st July, 2020 . Therefore, members who have not renewed/paid up-to-date membership fee are requested to immediately regularize membership.
Dr. Nahida Begum MBBS has been engaged as Medical Consultant for the purpose.
Main features to be conveyed to the BWAB regular members as under:
1) Dr. Nahida Begum will receive call on Mobile Phone No. 01914617800 from 7 PM to 11 PM . However in case of emergency our members can call any time of the day.
2) Only the valid members of BWAB are able to call to Dr. Nahida Begum for medical consultancy services, guidance, necessary support, cooperation and treatment for the valid member of BWAB and/ or his/her family members.
3) After receiving call, Doctor will verify name of the caller (Patient Member) from the list of regular members supplied by BWAB. So, few minutes have to be given to verify. After that the concerned member will again call the Doctor when consultation can be done.
4) Dr. Nahida Begum will provide e-prescription (if required) through message or e-mail for maintaining proper record.
5) In case of emergency Dr. Nahida Begum will visit patient through video call via messenger or whatsapps or other Apps.
6) New call will be counted after 7 days of first call from the same patient.
7) BWAB Members will get this medical service free of cost.
8) Any feed back or suggestion regarding consultancy of Doctor may be sent to E-mail: bwab14@gmail.com
Please click HERE for information about regular members of BWAB.

Kazi Md. Shafiqur Rahman
President
Bankers' Welfare Association Bangladesh (BWAB)
01714116090


Approach made to the Governor , Bangladesh Bank to look into the matter of decision of The City Bank Limited regarding lowering the salary and other financial benefit of their officers and issue necessary instruction from Bangladesh Bank so that no such step of salary cut is taken by any private commercial bank in Bangladesh including The City Bank Limited to uphold the image of the banks and not to fall under criticism of financial weakness.
14 June 2020


Approach made to the Chairman , Board of Directors, The City Bank Limited to review and not to implement the decision of lowering the salary and other financial benefit of officers of The City Bank Limited.
14 June 2020


Letter of request sent from BWAB to MD & CEOs of all PCBs and Chairman , Association of Bankers Bangladesh (ABB) for arrangement with particular Hospital for Covid-19 Test & Treatment of Bank Employees.
7 June 2020


To All Colleagues of Banks, NBFIs and All Concerns
13 May 2020


Bankers' Welfare Association Bangladesh (BWAB) feels this is too early to think about hard decision for salary cut or job cut. It will simply demoralize the bank employees to give sincere services. It is the reality that in all the adverse situation and crisis bank employees have been extending best possible services even beyond banking hours without hesitation. In this Covid-19 crisis Bank employees are providing their best possible services like dedicated Doctors, Nurses, Sisters, other associated staff of different Hospitals, the members of Armed Forces, Government Officials, Political Leaders, Journalists and different organizations. We cannot forget the role of many persons, private organizations (who do not want to disclose names), our National Players TV & Film Artists and so on. Therefore, we humbly request all concerns not to be panicky rather face the situation with patience. Honorable Prime Minister has already taken certain important decisions like Incentive Packages, Health Insurance for personnel involved in this Covid-19 crisis, Death Compensation to the families of Deceased affected due to Covid-19 epidemic. Number of measures have also been taken by the Honorable Prime Minister and Government to face the aftermath economic effect of Covid-19 crisis. We must keep in mind that this not the issue of Bangladesh only this the Global issue. If we can face the situation keeping all our citizens happy it will be our achievement and we can set an example to the whole world.

Kazi Md. Shafiqur Rahman
President Bankers' Welfare Association Bangladesh (BWAB)
(Former Managing Director, Mutual Trust Bank Ltd.)


Approach from Bankers' Welfare Association Bangladesh (BWAB) has been made by e-mail separately to Bangladesh Association of Banks (BAB) Bangladesh Association of Banks (BAB) and all MD & CEOs of Private Commercial Banks (PCBs) individually for considering the following issues of employees of Private Commercial Banks (PCBs):

1) That no bank employee serving in private commercial banks is suffered or affected without valid reason and forced to leave bank or submit resignation. It has further been requested that in the disciplinary cases also the concerned employee should be served "letter of explanation" or "show cause notice" to clarify his/her position to ensure proper justice.
2) That employees of private commercial banks get incentive or profit bonus without any discrimination.
3) That employees of private commercial banks are also allowed different allowances like Baishakhi Allowance etc. as per Government decision.

Kazi Md. Shafiqur Rahman
President, BWAB
(Former Managing Director, Mutual Trust Bank Ltd.)
01714-116090


Covid-19 Monitoring Committee & Quick Response Team গঠন
21 April 2020

দেশের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত সকল সহকর্মী ও বন্ধুদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, আপনাদের প্রিয় সংগঠন ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বিডব্লিউএবি) বর্তমান কোভিড-১৯ মহামারির সময় তড়িৎ গতিতে পদক্ষেপ গ্রহনের নিমিত্তে "Covid-19 Monitoring Committee & Quick Response Team" গঠন করেছে।
ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কোন সহকর্মী কোভিড-১৯ দ্বারা আক্রান্ত অথবা এ সংক্রান্ত যে কোন সমস্যা হলে যোগাযোগ করুন:
এসএমএস: ০১৭১৪১১৬০৯০
ই-মেইল:
bwab14@gmail.com shafiq.crbhrd@gmail.com

কাজী মোঃ শফিকুর রহমান
প্রেসিডেন্ট
ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ
(প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড)


করোনাভাইরাস (কোভিড-১৯) এর মহামারি/দুর্যোগ মোকাবিলায় দুস্থদের সাহায্যার্থে ফান্ড গঠন
১৬ এপ্রিল ২০২০


ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বিডব্লিউএবি) এর সকল সদসগণের দৃষ্টি আকর্ষণ করছি। আসুন আমরা করোনাভাইরাস (কোভিড-১৯) এর মহামারি/দুর্যোগ এর সময় দুস্থদের কথা বিবেচনায় নিয়ে একটি ফান্ড গঠন করি। সাধ্য অনুযায়ী এমনকি যাকাতের অংশ থেকে আমরা প্রত্যেকেই অংশগ্রহণ করতে পারি। এই ফান্ড থেকে বিডব্লিউএবি এর সদস্যগনের এলাকায়ও তালিকা করে সাহায্য করা হবে।
Bank Account Information
A/C Name: BWAB Collection Account
A/C No: 0046-0210009986 (Routing No.145264851)
Address: MTB Centre Corporate Branch
Gulshan-1, Dhaka
and
bKash Merchant Mobile No. 01628551286
Please click HERE for information about user manual.
আপনার নাম, সদস্য নম্বর ও টাকার পরিমাণ বিডব্লিউএবি এর অফিসিয়াল ই-মেইল: bwab14@gmail.com এ অবহিত করার জন্য অনুরোধ করা হচ্ছে।

কাজী মোঃ শফিকুর রহমান
প্রেসিডেন্ট
ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ
মোবাইল - ০১৭১৪১১৬০৯০
ই-মেইল:
bwab14@gmail.com shafiq.crbhrd@gmail.com
ওয়েবসাইট: www.bwa-bd.org


ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব ফজলে কবির মহোদয় এবং বাংলাদেশ ব্যাংক-কে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা
১৫ এপ্রিল ২০২০


বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি সার্কুলার লেটার নং- ১৭ (তারিখ: ১২ এপ্রিল ২০২০) এবং ১৮ (তারিখ: ১৫ এপ্রিল ২০২০) এর মাধ্যমে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিকালীন ব্যাংক-এ কর্মরত কর্মকর্তা/ কর্মচারীগণের জন্য নিম্নলিখিত বিশেষ স্বাস্থ্য বীমা এবং বিশেষ অনুদান প্রদানের সিদ্ধান্ত গৃহীত হওয়ায় ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব ফজলে কবির মহোদয় এবং বাংলাদেশ ব্যাংক-কে জানাই আমাদের আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞ

বিশেষ অনুদান এবং প্রণোদনা ভাতা সমূহ হচ্ছে :
১. ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণ যারা সরকার ঘোষিত সাধারণ ছুটিকালীন ব্যাংকে স্বশরীরে গমণপূর্বক ব্যাংকিং কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে দায়িত্ব পালন করেছেন বা করছেন তারা বিশেষ প্রণোদনা ভাতা প্রাপ্য হবেন;
২. সাধারণ ছুটিকালীন কর্মকর্তা-কর্মচারীগণ কমপক্ষে ১০ (দশ) কার্যদিবস স্বশরীরে ব্যংকে কর্মরত থাকলে তা পূর্ণমাস হিসেবে গণ্য হবে। তবে ১০ (দশ) কার্যদিবসের কম স্বশরীরে ব্যাংকে কর্মরত থাকলে সে ক্ষেত্রে আনুপাতিক হারে উক্ত ভাতা প্রাপ্য হবেন;
৩. ব্যাংকের স্থায়ী, অস্থায়ী ও চুক্তিভিত্তিক সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ এই সুবিধায় অন্তর্ভুক্ত হবেন;
৪. কর্মকর্তা-কর্মচারীগণ তাদের স্ব স্ব মূল বেতনের সমপরিমাণ অর্থ মাসিক বিশেষ প্রণোদনা ভাতা হিসেবে প্রাপ্য হবেন। যেসব অস্থায়ী বা চুক্তি ভিত্তিক কর্মকর্তা / কর্মচারীদের মূল বেতন আলাদাভাবে নির্ধারিত নেই তারা মাসিক মোট বেতন-ভাতার ৬৫ শতাংশ মাসিক বিশেষ প্রণোদনা ভাতা হিসেবে প্রাপ্য হবেন। তবে, সবক্ষেত্রেই এ বিশেষ প্রণোদনা ভাতার পরিমাণ মাসিক ন্যুনতম ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা এবং সর্বোচ্চ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা হবে;
৫. সাধারণ ছুটি শুরু হওয়ার তারিখ হতে মাস গণনা শুরু হবে। প্রতি ৩০ (ত্রিশ) দিন অতিক্রান্ত হওয়ার পর পুণরায় নতুন মাস গণনা শুরু হবে;
৬. এ নির্দেশনা সরকার ঘোষিত সাধারণ ছুটির মেয়াদকাল পর্যন্ত বলবৎ থাকবে;
৭. সরকার ঘোষিত সাধারণ ছুটিকালীন যে সকল ব্যাংক কর্মকর্তা/কর্মচারী ব্যাংকে গমণপূর্বক স্বশরীরে ব্যাংকিং কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে দায়িত্ব পালন করেছেন বা করছেন তারা কোভিড-১৯ দ্বারা অক্রান্ত হলে পদমর্যাদা ভেদে সর্বনিম্ন ৫ লক্ষ টাকা এবং সর্বোচ্চ ১০ লক্ষ টাকা স্বাস্থ বীমা হিসেবে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক প্রদেয় হবে যা ব্যাংক কর্তৃপক্ষ নিজেরাই পদভিত্তিক প্রাপ্যতা নিধারণ করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে;
৮. ন্যূনতম যৌক্তিক সময়ের মধ্যে (আক্রান্ত হওয়ার সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে) উক্ত অর্থ প্রদান করতে হবে এবং তার সার্বিক চিকিৎসার প্রকৃত ব্যয় সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক বহন করতে হবে;
৯. সাধারণ ছুটির সময় দায়িত্ব পালনের কারণে কোভিড-১৯ দ্বারা আক্রান্ত হওয়ার ফলে দুর্ভাগ্যজনকভাবে কোন ব্যাংক কর্মকর্তা-কর্মচারীর অনাকাঙ্খিত মৃত্যু ঘটলে বিশেষ স্বাস্থ্য বীমার জন্য নির্ধারিত অংকের ৫ (পাঁচ) গুণ বিশেষ অনুদান হিসেবে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক তাঁর পরিবারকে প্রদেয় হবে। এক্ষেত্রে, ব্যাংকে তার অন্য কোন দায়-দেনার সাথে এ বিশেষ অনুদান সমন্বয় করা যাবে না। উল্লেখ্য, ব্যাংকের বিদ্যমান নীতিমালার আওতায় প্রদেয় অন্যান্য ভাতাদি ও সুযোগ-সুবধা যথানিয়মে প্রদেয় হবে;
১০. এতদ্ব্যতীত, সাধারণ ছুটিকালীন কর্মকর্তা/কর্মচারীগণ ব্যাংকে গমনাগমণকালে কিংবা দায়িত্বপালনকালে অন্য যে কোন দুর্ঘটনার শিকার হলে তার চিকিৎসার প্রকৃত ব্যয় সংশ্লিষ্ট ব্যাংক বহন করবে;
১১. এ নির্দেশনা সরকার ঘোষিত সাধারণ ছুটির তারিখ হতে কার্যকর হবে এবং সাধারণ ছুটি সমাপ্তির পরবর্তী ৩০ (ত্রিশ) দিন পর্যন্ত কোভিড-১৯ দ্বারা আক্রান্তদের ক্ষেত্রেও এই বিশেষ স্বাস্থ্য বীমা কার্যকর থাকবে। তবে, উক্ত মেয়াদকালে কোভিড-১৯ দ্বারা আক্রান্ত হয়ে কোন কর্মকর্তা/কর্মচারীর অনাকাঙ্খিত মৃত্যু ঘটলে তার পরিবার অনুচ্ছেদ- ৯ অনুযায়ী বিশেষ অনুদান প্রাপ্য হবে।

যেহেতু বর্তমানে দেশে প্রতিদিন কোভিড-১৯ এর সংক্রমণ এবং মৃত্যুহার বাড়ছে, তাই সরকার ঘোষিত ২৫শে এপ্রিল ২০২০ পর্যন্ত সাধারণ ছুটিকালীন সময়ে বাংলাদেশের সকল ব্যাংক সমূহ সাময়িক ভাবে বন্ধ রাখার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে নির্দেশনা প্রদানের অনুরোধ করা যাচ্ছে।

কাজী মোঃ শফিকুর রহমান
প্রেসিডেন্ট
ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ
(প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড)
মোবাইল - ০১৭১৪১১৬০৯০
ই-মেইল:
bwab14@gmail.com ও shafiq.crbhrd@gmail.com


প্রধানমন্ত্রীর কাছে ব্যাংক বন্ধ রাখার অনুরোধ বিডাব্লিউএবির
৭ এপ্রিল ২০২০
আমাদের সময়


করোনাভাইরাসের কারণে দেশের সম্ভাব্য মন্দা কাটানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত প্রণোদনা প্যাকেজের প্রশংসা করেছে ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বিডব্লিউএবি)। একই সঙ্গে ভাইরাসটি মোকাবিলায় বাংলাদেশের ব্যাংকগুলো বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
বিডব্লিউএবির সভাপতি কাজী মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়। এতে প্রধানমন্ত্রীর প্রতি চারটি অনুরোধ করা হয়।
ব্যাংকগুলো বন্ধ রাখার অনুরোধসহ আরও তিনটি বিষয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বিডব্লিউএবি। সেগুলো হলো-
পরবর্তী অবস্থার উন্নতি সাপেক্ষে ব্যাংকের সীমিত শাখা সপ্তাহে একদিন কার্যক্রমের জন্য খোলা রাখা,
ব্যাংকের লেনদেনের সঙ্গে সঙ্গতি রেখে প্রয়োজনীয় সীমিত সংখ্যক লোকবল রোস্টার ডিউটির মাধ্যমে হাজির থাকার নির্দেশ এবং রোস্টার ডিউটিরত কর্মকর্তাদের নিজ নিজ ব্যাংক কর্তৃক উপযুক্ত ভাতা প্রদান,
এবং কোনো কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হলে নিজ নিজ ব্যাংক কর্তৃক তার সুচিকিৎসার ব্যবস্থা গ্রহন করা।


An appeal to Honorable Prime Minister Sheikh Hasina
6 April 2020


Announcement of incentive package of Tk. 72,750 crore to overcome the possible economic impact on the country due to the outbreak of the novel corona virus is a timely and a very prudent decision.
Bankers' Welfare Association Bangladesh (BWAB) convey sincere thanks and congratulations to the Honorable Prime Minister Sheikh Hasina for this positive step.
In this respect Bankers' Welfare Association Bangladesh (BWAB) places the following very pertinent issues for immediate kind consideration of the Honorable Prime Minister during this crisis:
1. Instruction to keep bank closed initially during this corona crisis period like other offices and institution for sometime
2. Instruction to keep limited number of branch of a particular bank open for a particular day in a week when situation improves
3. Instruction to engage a very limited number of officers on roaster duty basis depending on the daily transactions of each branch when bank will open and grant satisfactory allowances to those officers
4. Proper treatment facility of the affected officer by the concerned bank

On behalf of Bankers Welfare Association Bangladesh (BWAB)
Kazi Md. Shafiqur Rahman
President, BWAB
01714-116090
bwab14@gmail.com
shafiq.crbhrd@gmail.com