Bankers' Housing Limited
BWAB কর্তৃক গৃহীত Bankers' Housing এর প্লট ক্রেতা গনকে Allotment Letter হস্তান্তর 23 October 2022 Bankers' Welfare Association Bangladedesh (BWAB) কর্তৃক Civic Real Estate থেকে জমি নিয়ে গৃহীত প্রকল্প "Bankers' Housing" এর প্লট এর জন্য যাঁরা BWAB এর প্রতি আস্থা ও বিশ্বাস রেখে ১৫/১০/২০২২ ইং তারিখের মধ্যে ২০% বুকিং মানি জমা দিয়ে অগ্রগামী (Pioneer) হয়েছেন প্রথম পর্যায়ে তাঁদের ৭২ জনকে আজ ২২/১০/২০২২ ইং তারিখে ঢাকায় আনুষ্ঠানিক ভাবে plot এর Allotment Letter হস্তান্তর করা হয় ও অভিনন্দন জানানো হয়। উল্লেখ্য, Asian Highway যা Government approved "RAJUK Purbachal Sattelite City" এর ২৮ নং সেক্টর cross করছে তার পাশ ঘেঁষেই Civic Real Estate এর সঙ্গে Deed of Agreement এর মাধ্যমে Bankers' Housing এর জমি ক্রয় করা হচ্ছে। পর্যায় ক্রমে ১০০ বিঘা জমি ক্রয়ের জন্য চুক্তি সম্পাদন করা হয়েছে। যাঁরা Bankers' Housing এর প্লট বুকিং দিয়ে এখনও ২০% বুকিং মানি জমা দেন নি অতি দ্রুত বুকিং মানি জমা দিয়ে Allotment Letter নেয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে। সংস্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে যে, Bankers' Housing এর জমিতে বালি ফেলে ভরাট এর কাজ শুরু হয়েছে। নতুন ভাবে যাঁরা প্লট বুকিং দিতে চান ২০% বুকিং মানি জমা দিয়ে Allotment Letter Allotment Letter নিতে পারেন। উল্লেখ করা যায় যে, ৩ ও ৫ কাঠার প্লট বরাদ্দ দেয়া হচ্ছে। প্রতি কাঠা জমির মূল্য ১০.৫০ লাখ টাকা। ২০% বুকিং মানি জমা দেয়ার পর পরবর্তী ৪৮ কিস্তিতে অবশিষ্ট টাকা পরিশোধ করা যাবে। পুরো টাকা একবারে জমা দিলে সাথে সাথেই জমি রেজিস্ট্রি করে দেয়া হবে। প্রতি কাঠা জমির বর্তমান মূল্য ১০.৫০ লাখ টাকা ৩০/০৪/২০২৩ ইং তারিখ পর্যন্ত বলবত থাকবে। এর পর বাজার দরের সাথে সংগতি রেখে কাঠা প্রতি নতুন মূল্য নির্ধারিত হবে। Kazi Md. Shafiqur Rahman President Bankers' Welfare Association Bangladesh (BWAB) Mobile: +880 1865785123, +880 1714116090 E-mail: shafiq.crbhrd@gmail.com BWAB Housing Project E-mail: bwabhousing@gmail.com
Bankers' Welfare Association Bangladesh (BWAB) Office Premise (BWAB Tower) এর জমি রেজিস্ট্রেশন সম্পন্ন 27 September 2022 অদ্য ২৬/০৯/২০২২ ইং তারিখে Civic Real Estate থেকে BWAB Office Premise (BWAB Tower) এর জন্য জমি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। এ আনন্দঘন মুহূর্ত BWAB এর জন্য একটি মাইল ফলক। এ সফলতার জন্য BWAB এর সকল সম্মানিত সদস্যগনকে জানাই আন্তরিক মোবারকবাদ। সেই সঙ্গে Bankers' Housing এর plot নেয়ার জন্য যাঁরা বুকিং / বুকিং মানি জমা দিয়েছেন তাঁদের কেও BWAB এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতায় আল্লাহ তায়ালার রহমতে BWAB তার সকল সম্মানিত সদস্য এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সকল সহকর্মীদের সার্বিক কল্যানে যথাযথ ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে। Kazi Md. Shafiqur Rahman President Bankers' Welfare Association Bangladesh (BWAB)
BWAB Housing Project 19 September 2022 BWAB এর সম্মানিত সদস্যগণের অনুরোধে নিম্ন বর্ণিত কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে: ১। শীঘ্রই Civic Real Estate থেকে BWAB এর অফিস BWAB Tower এর জমি রেজিস্ট্রি সম্পন্ন হবে। ২। নির্ধারিত জমিতে প্লট এর ম্যাপ তৈরির কাজ চলছে। এর পরেই যাঁরা ইতিমধ্যে ২০% বুকিং মানি জমা দিয়েছেন তাঁদেরকে প্লট এর বরাদ্দ পত্র দেয়া হবে। ৩। যাঁরা ইতিমধ্যে ২০% বুকিং মানি জমা দিয়েছেন এবং যাঁরা বুকিং দিয়ে টাকা জমা দিতে পারেননি তাঁরা ১৫/১০/২০২২ এর মধ্যে ২০% বুকিং মানি জমা দিলে প্রতি কাঠার মূল্য ১০ লাখ টাকা ধরা হবে অর্থাৎ প্রতি কাঠায় ৫০,০০০/- টাকা কম দিতে হবে। উক্ত ডিসকাউন্ট এর টাকা শেষ কিস্তির সাথে সমন্বয় করা হবে। ৪। যাঁরা এক বারে মূল্য পরিশোধ করে প্লট নিতে চান তাঁদেরকে সাথে সাথেই প্লট রেজিস্ট্রি করে দেয়া হবে। তাঁদেরকেও কাঠা প্রতি ৫০,০০০/- টাকা ডিসকাউন্ট সুবিধা দেয়া হবে অর্থাৎ প্রতি কাঠার মূল্য ১০ লাখ টাকা ধরা হবে। ৫। ২০% বুকিং মানি জমা দিলে প্লট এর অবশিষ্ট টাকা ৪৮ কিস্তিতে দেয়া যাবে, ইচ্ছা করলে বা পেমেন্ট এর সুবিধার্থে তিন বা ছয় কিস্তির টাকা একবারে আগেই জমা দেয়া যাবে। ৬। জমির বর্তমান প্রতি কাঠা মূল্য ১০.৫০ লাখ টাকা ৩০/০৪/২০২৩ পর্যন্ত বলবৎ থাকবে। ৭। প্লট size ৩, ৪ ও ৫ কাঠা। কয়েক জন মিলেও গ্রুপ করে প্লট নেয়া যাবে। Kazi Md. Shafiqur Rahman President Bankers' Welfare Association Bangladesh (BWAB)
Detail of Bankers’ Housing Project
26 April 2022
Location of the Land
Moon-Hill Project of Civic Real Estate Ltd. adjacent to Sector-28 of the “Government approved Rajuk Purbachal New Town” in between three wide roads: on the front side 180 Feet Asian Highway, on the right side 120 Feet Wide Road coming from Ashkona and on the back side 150 Feet Wide Road of Rajuk.
Potentiality & Importance
Information about Land
Contact: 01714116090
Kazi Md. Shafiqur Rahman
President
Bankers' Welfare Association Bangladesh (BWAB)
CONGRATULATIONS With great pleasure it is informed that Launching of Bankers’ Housing held successfully on the memorable day 26th March, 2022 of INDEPENDENCE of our beloved country. BWAB conveys thanks and gratitude to all the Dignified Persons, Guests and BWAB Members coming from different parts of the country for their all out support and making the program a success. Special thanks to Civic Real Estate Ltd. Managing Director and his team for highlighting the Bankers’ Housing Project to the audience through a video presentation. BWAB congratulates the pioneer persons for booking 184 Katha Land on the day of launching of the Bankers’ Housing Project which is remarkable. Alhamdulillah. Their names as a memory forever will be recorded in the book of BWAB. Very soon a meeting with the persons who have booked the land will be organized for completion of necessary work to proceed further. A separate Mail/SMS will be sent to them to attend the meeting. Interested persons: BWAB Members/Any Officers (In Service or Retired of Banks/NBFIs, Their Relatives/Friends willing to procure Plot/Land can send following information: Name, Designation, Name of Institution, Mobile Phone No. E-Mail No. Plot size in Katha, Individually or More than One person by Sharing /by paying full or by Installments to Mail No. shafiq.crbhrd@gmail.com Kazi Md. Shafiqur Rahman President Bankers' Welfare Association Bangladesh (BWAB)
LAUNCHING of Bankers’ Housing Project Presence of BWAB Members, Colleagues & Friends (Officers in Service or Retired) of all Banks & NBFIS requested. Confirm to: bwab14@gmail.com within 21/03/2022 providing Name, Designation, Bank Name, Mobile, e-mail No. (Membership No. for BWAB Members) No Registration Fee; Lunch will be provided by BWAB Date: 26/03/2022 Saturday 10-30 AM Venue: INTRACO Convention Hall Plot-40, Block-J, Road-9, Pragati Sharani, Baridhara, Dhaka Kazi Md. Shafiqur Rahman President Bankers' Welfare Association Bangladesh (BWAB)
Invitation to Attend Get-Together Bankers’ Welfare Association Bangladesh (BWAB) cordially invites BWAB Members, Colleagues & Friends (Officers in Service or Retired) of Banks & NBFIS of the country to attend Get-Together for sharing ideas on the Housing Project. The program will be followed by Lunch. Venue: INTRACO Convention Hall Plot-40, Block-J, Road-9, Pragati Sharani Road, Baridhara, Dhaka Date: 26/03/2022 Saturday; Time: 10-30 AM Please send confirmation to attend by registering with the following particulars to mail no. bwab14@gmail.com within 21/03/2022 positively. Particulars: Name, Designation, Bank’s Name, Mobile Phone No. e-mail No. (Membership No. for BWAB Members)
Housing Project
Location of the Land
Moon-Hill Project of Civic Real Estate Ltd. adjacent to Sector-28 of the “Government approved Rajuk Purbachal New Town” in between three wide roads: on the front side 180 Feet Asian Highway, on the right side 120 Feet Wide Road coming from Ashkona and on the back side 150 Feet Wide Road of Rajuk.
Potentiality & Importance
Information about Land
Contact: 01714116090
Kazi Md. Shafiqur Rahman
President
Bankers' Welfare Association Bangladesh (BWAB)
ব্যাংকার্স সিটি প্রকল্পের আলোচনা সভা অনুষ্ঠিত গতকাল ১৮/১২/২০২১ শনিবার ঢাকার ক্যাপ্টেন্স ওয়ার্ল্ড এ বেলা তিনটায় কাঙ্খিত আবাসন সংকট নিরসনে ব্যাংকার্স সিটি প্রকল্প বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । সভায় উপস্থিত সকলকে মতামত প্রদান করার সুযোগ দেয়া হয়। ব্যাংকার্স সিটিতে পাবেন মসজিদ, সুপারশপ, শপিং মল, হাসপাতাল, জিমনেসিয়াম, আপনার ছেলেমেয়ের জন্য স্কুল, কলেজ, খেলার মাঠ, পার্ক, সুইমিং পুলসহ আরো অনেক সুবিধা এবং সেইসাথে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা। প্রস্তাবিত ব্যাংকার্স সিটি হাউজিং সোসাইটি প্রকল্পের আয়তন ৩০০ বিঘা প্লট এর আয়তন ২.৫ কাঠা, ৩ কাঠা, ৪ কাঠা এবং ৫ কাঠা ফ্ল্যাট এর আয়তন ১২৬০ বর্গফুট, ১৫১২ বর্গফুট, ২০১৬ বর্গফুট এবং ২৫২০ বর্গফুট আপনি যদি এখনো ব্যাংকার্স সিটিতে আপনার নাম নিবন্ধন করে না থাকেন, ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বিডব্লিউএবি) এর অফিসিয়াল মেইল ঠিকানা bwab14@gmail.com এ তথ্য প্রদান করুন। কাজী মো: শফিকুর রহমান প্রেসিডেন্ট ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বিডব্লিউএবি)
ব্যাংকার্স সিটি প্রকল্পের বিষয়ে আলোচনা সভার স্থান, সময় ও তারিখ স্থান : ক্যাপ্টেনস ওয়ার্ল্ড (৩য় তলা), জাহাঙ্গীর গেট, ঢাকা। সময় : ৩ টা তারিখ : ১৮ই ডিসেম্বর ২০২১ইং ব্যাংকার্স সিটি প্রকল্পে প্লট ও ফ্ল্যাট ক্রয়ে আগ্রহী ব্যক্তিগণ উক্ত আলোচনা সভায় অংশগ্রহন করার জন্য ১৬ই ডিসেম্বর ২০২১ইং তারিখ এর মধ্যে নাম, বিডব্লিউএবি সদস্য নম্বর / পিতার নাম (বিডব্লিউএবি সদস্য ব্যতীত প্রবাসী বাংলাদেশি নাগরিকগণ এবং বাংলাদেশের সকল নাগরিকগণ), মোবাইল নম্বর ও ই-মেইল এড্রেস প্রদান করত: bwab14@gmail.com ঠিকানায় অবহিত করার জন্য অনুরোধ করা যাচ্ছে। কাজী মো: শফিকুর রহমান প্রেসিডেন্ট ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বিডব্লিউএবি) মোবাইল - ০১৭১৪১১৬০৯০
ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বিডব্লিউএবি) এর ব্যাংকার্স সিটির আলোচনা সভা: দয়া করে নিশ্চিত করুন যে ১৮ই ডিসেম্বর, ২০২১বিকাল ৩:০০ ঘটিকায় এ ব্যাংকার্স সিটির আলোচনা সভার তারিখ ও সময় আপনার জন্য সুবিধাজনক কি না? এটি নিশ্চিত হওয়ার সাথে সাথেই আলোচনা সভার ভেন্যূ জানানো হবে। নতুন আগ্রহী ব্যক্তিগণও নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও ইমেইল নম্বর দিয়ে BWAB এর ইমেইল নম্বর bwab14@gmail.com এ তথ্য প্রদান করতে পারেন। কাজী মো: শফিকুর রহমান প্রেসিডেন্ট ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বিডব্লিউএবি) মোবাইল - ০১৭১৪১১৬০৯০
ব্যাংকার্স সিটিতে স্বাগতম ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বিডব্লিউএবি) এর সদস্যগণ, প্রবাসী বাংলাদেশি নাগরিকগণ এবং বাংলাদেশের সকল নাগরিকগণ ব্যাংকার্স সিটি এর প্লট ও ফ্ল্যাট ক্রয় করতে পারবেন। প্লট ও ফ্ল্যাট ক্রয়ে আগ্রহী ক্রেতাগণকে নিয়ে ১৮ই ডিসেম্বর ২০২১ইং তারিখ শনিবার ব্যাংকার্স সিটি প্রকল্পের বিষয়ে আলোচনা করা হবে এবং আপনাদের মতামত বিশেষ গুরুত্বসহকারে বিবেচিত হবে। প্লট ও ফ্ল্যাট ক্রয়ে আগ্রহী ব্যক্তিগণ ১৬ই ডিসেম্বর ২০২১ইং তারিখ এর মধ্যে নাম, বিডব্লিউএবি সদস্য নম্বর / পিতার নাম, মোবাইল নম্বর ও ই-মেইল এড্রেস প্রদান করত: bwab14@gmail.com ঠিকানায় অবহিত করার জন্য অনুরোধ করা যাচ্ছে। কাজী মো: শফিকুর রহমান প্রেসিডেন্ট ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বিডব্লিউএবি) মোবাইল - ০১৭১৪১১৬০৯০
ব্যাংকার্স সিটি ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বিডব্লিউএবি) এর সদস্যগণ আমাদের বহুল কাঙ্খিত আবাসন প্রকল্প ব্যাংকার্স সিটি এর সপ্ন পূরনের দারপ্রান্তে উপনিত হয়েছি। সবুজে ঘেরা ব্যাংকার্স সিটি তে যেমন পাওয়া যাবে মনের প্রশান্তি, তেমনি পাওয়া যাবে জীবনকে উপভোগ করার সুযোগ। পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী বেছে নিন আপনার থাকার জায়গাটি। ব্যাংকার্স সিটি এর প্লট বা ফ্ল্যাট এর মালিকানার মাধ্যমে পূরন হতে পারে আপনার স্বপ্নের বাসস্থান। ব্যাংকার্স সিটি এর প্রধান আকর্ষন হচ্ছে আবাসন প্রকল্পের সাথে মসজিদ, স্কুল, কলেজ, হাসপাতাল, এইচআর ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ সেন্টার, শপিং মল, সুপার শপ, জিমনেসিয়াম, কনভেনশন সেন্টার, রিসোর্ট, সুইমিং পুল, পার্ক, খেলার মাঠ, প্রশস্থ রাস্তা এবং সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা। জমির অবস্থান এবং পরিমান ব্যাংকার্স সিটি প্রকল্পের অবস্থান হচ্ছে বাংলাদেশ সরকারের পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার কাঞ্চন ব্রীজ থেকে ৪ কিলোমিটার দক্ষিণে এবং গাউসিয়া থেকে ৩ কিলোমিটার উত্তরে এশিয়ান হাইওয়ে (৩০০ ফুট রাস্তা) এর পাশে যার উন্নয়ন কার্যক্রম চালু রয়েছে। ব্যাংকার্স সিটি প্রকল্পের মোট আয়তন ৩০০ বিঘা। ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বিডব্লিউএবি) এর সদস্যগণের প্রয়োজন অনুযায়ী ব্যাংকার্স সিটি প্রকল্পের আয়তন আরও বড় করা হবে। ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বিডব্লিউএবি) এর সদস্যগন সহ বাংলাদেশ এর সকল নাগরিকগণ ব্যাংকার্স সিটি এর প্লট ও ফ্ল্যাট ক্রয় করতে পারবেন। আগামী ১৬ই ডিসেম্বর ২০২১ইং তারিখ এর মধ্যে বুকিং কনফার্ম করে আপনার সুন্দর ভবিষ্যত গড়ার সিদ্ধান্ত গ্রহন করুন। First Come First Serve ভিত্তিতে প্লট ও ফ্ল্যাট ক্রয়ের সুযোগ প্রদান করা হবে। প্লট ও ফ্ল্যাট ক্রয়ে আগ্রহী ক্রেতাগণকে নিয়ে ১৮ই ডিসেম্বর ২০২১ইং তারিখ শনিবার ব্যাংকার্স সিটি প্রকল্পের বিষয়ে আলোচনা করা হবে এবং আপনাদের মতামত বিশেষ গুরুত্বসহকারে বিবেচিত হবে। প্লট ও ফ্ল্যাট ক্রয়ে আগ্রহী ব্যক্তিগণ ১৬ই ডিসেম্বর ২০২১ইং তারিখ এর মধ্যে নাম, বিডব্লিউএবি সদস্য নম্বর / পিতার নাম, মোবাইল নম্বর ও ই-মেইল এড্রেস প্রদান করত: bwab14@gmail.com ঠিকানায় পাঠানোর অনুরোধ করা যাচ্ছে এবং ব্যাংকার্স সিটি প্রকল্পের বিষয়ে তথ্য জানার জন্য ০১৬২৮৫৫১২৮৬ ও ০১৭১৫৭৩৫৭৪২ মোবাইল নম্বরে যোগাযোগ করুন। কাজী মো: শফিকুর রহমান প্রেসিডেন্ট ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বিডব্লিউএবি) মোবাইল - ০১৭১৪১১৬০৯০
Housing Project of BWAB 21 May 2020 BWAB has undertaken housing project to procure a suitable land located in and around Dhaka City for construction of apartments and to allocate those to interested BWAB Members. The apartments will be constructed by nominated Developer of BWAB so that cost per sft. remains reasonable. As a result, it is presumed that cost of each apartment will be much lesser than market rate. Process of collecting fund will be continuous and construction of apartments will also be continued to allocate apartments to interested members in phases. In this process all BWAB Members will have the opportunity to procure apartments for residing as well as for rental purpose without any hassle. It may also be mentioned that till starting of construction work the fund collected will be invested to bank at the best prevailing profit rate. Therefore members will not be deprived of usual profit out of the deposited amount.
For information of BWAB Members - Deposit to Project Fund 18 May 2020 As per resolution in the last 3rd AGM dated 07/04/2020 all the distinguished Members of BWAB are requested to deposit minimum Tk.10,000/- per share value and maximum as per desire in multiple of Tk.10,000/- to project fund to start work of : • Housing Project for Bankers • Combined Bankers' Hospital Amount to be deposited to: BWAB Project Fund A/C No. 0046-0210010278 Direct or through EFTN (Routing No.145264851 where necessary) Address: MTB Center Corporate Branch, Gulshan-1, Dhaka Or, bkash Merchant Mobile No. 01628551286 (Pls. see User Manual of bkash account and also post at BWAB Facebook Page.) Hospital or Housing Project Fund to be mentioned with Name & Membership No. while depositing money. NB: Till starting of project work the fund collected will be deposited to Bank at prevailing best market profit rate. Kazi Md. Shafiqur Rahman President, BWAB (Former Managing Director, Mutual Trust Bank Ltd.) 01714116090; e-mail: shafiq.crbhrd@gmail.com
Banking Community is thinking to go for Projects like: • Housing Project for Bankers • Combined Bankers' Hospital Bankers' Welfare Association Bangladesh (BWAB) has already taken decision in the last 3rd AGM to implement these projects and other projects beneficial to members of BWAB. For quick implementation of the projects we request all our colleagues & friends (Banks & NBFIs) to join in a single platform of BWAB. (Licensed from Ministry of Commerce No. 25/2016 dated 25/10/2016 & Registered by RJSC No.TO-936/2016 dated 15/11/2016) Kazi Md. Shafiqur Rahman President, BWAB (Former Managing Director, Mutual Trust Bank Ltd.) 01714116090; e-mail: shafiq.crbhrd@gmail.com
Notice of BWAB Executive Committee Meeting & Housing Project Meeting 27 January 2019 Executive Committee Meeting as well as Housing Project Meeting of Bankers' Welfare Association Bangladesh (BWAB) will be held on 02/02/2019 (Saturday) at 4-00 PM sharp at Capricorn's Skywatch World Restaurant (Shaheen College Gate), Mahakhali, Dhaka. All the EC Members & Members who have enlisted their names for BWAB Housing Project are requested to attend the meeting sharp at 4-00 PM. Please confirm attendance positively by SMS to 01714-116090 or to e-mail: shafiq.crbhrd@gmail.com for proper arrangement. Thanks Kazi Md. Shafiqur Rahman President, BWAB (Former MD, MTBL) 01714-116090 shafiq.crbhrd@gmail.com
BWAB Housing Project Information 23 January 2019 A good beginning for the benefit of BWAB Members As per desire of a good number of members of BWAB & resolution taken in the 2nd AGM of Bankers' Welfare Association Bangladesh (BWAB) on 12/01/2019 we are going to take up Housing Project very soon for the interested members in the first phase. Accordingly, land will be purchased for construction of quality building in a good location in or around Dhaka City for allocating apartments to the members at a cheaper than market rate on the basis of actual cost per Sft. Interested members are requested to enlist their Names with Membership Number to pay Tk.1.00 Lac each as initial deposit within February/2019 for purchase of land. Land will be purchased with the consent of all interested members. Time to time meeting will be called with these interested members to arrive at a decision for planning, architect design, final construction & supervision. This project will be a continuous one & Insha-Allah in phases allocation of apartments will be made to all the dignified members. NB: Please make hurry to start the project at the earliest We are happy to mention that in the meantime, some members have already enlisted their names. Congratulations & best luck to them. Particulars of BWAB Project Fund A/C No. 0046-0210010278 directly or through EFTN (Routing Number 145264851) Address: MTB Centre Corporate Branch, Gulshan-1, Dhaka (For deposit of portion of agreed amount for completion of a Project, initially say, Housing Project of Members) (Pls. mention Routing Number for depositing from outside Dhaka City places) In narration of Deposit Slip - Membership No. & Name of the Member is to be written clearly. After deposit, information to be sent mentioning Name, Membership No. & Date of Deposit by SMS to: Mobile No. 01628551286 or to e-mail: bwab14@gmail.com Kazi Md. Shafiqur Rahman President, BWAB (Former MD, MTBL) 01714-116090 shafiq.crbhrd@gmail.com