News
ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এজিএম ২৩ জানুয়ারি ২০১৯ | আলোকিত বাংলাদেশ
ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের দ্বিতীয় এজিএম ও বাষির্ক পুনমির্লনী সম্প্রতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কাজী মো. শফিকুর রহমান, সাবেক ব্যবস্থাপনা পরিচালক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। প্রধান অতিথি ও বিশেষ অতিথির আসন অলংকৃত করেন যথাক্রমে খন্দকার ইব্রাহীম খালেদ, সাবেক ডেপুটি গভর্ণর, বাংলাদেশ ব্যাংক ও মোহাম্মদ হোসেন, সাবেক ব্যবস্থাপনা পরিচালক, সোনালী ব্যাংক।
ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর ২য় এজিএম ও বার্ষিক পূণর্মিলনী গত ১২ জানুয়ারী শনিবার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট কাজী মোঃ শফিকুর রহমান, প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। প্রধান অতিথি ও বিশেষ অতিথির আসন অলংকৃত করেন যথাক্রমে জনাব খন্দকার ইব্রাহীম খালেদ, সাবেক ডেপুটি গভর্ণর, বাংলাদেশ ব্যাংক ও জনাব মোহাম্মদ হোসেন, সাবেক ব্যবস্থাপনা পরিচালক, সোনালী ব্যাংক । অনুষ্ঠানে উপস্থিত সকল সদস্য, আজীবন সদস্য ও নির্বাহী কমিটির সদস্যগণ ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর সকল কার্যক্রম ও এর উত্তরোত্তর সার্বিক উন্নয়নে যথাযথ ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন । উল্লেখ্য যে, ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্স নং ২৫/২০১৬ তারিখ ২৫/১০/২০১৬ এবং রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানী, ঢাকা এর রেজিস্ট্রেশন নং টিও-৯৩৬/২০১৬ তাং ১৫/১১/২০১৬ কর্তৃক নিবন্ধিত সকল পর্যায়ের ব্যাংকারদের ও তাদের পরিবারের সদস্যদের কল্যাণ কার্যক্রমে নিবেদিত একমাত্র আইনানুগ ও বৃহৎ প্রতিষ্ঠান। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত সকল পর্যায়ের কর্মকর্তাগণ ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর সদস্যভূক্ত হতে পারেন।
BWAB holds 2nd AGM & Annual Get-Together 15 January 2019 | The Financial Express
The 2nd AGM & Annual Get-Together of Bankers' Welfare Association Bangladesh (BWAB) was held recently. BWAB members from different parts of the country were present in the AGM. Mr. Khondkar Ibrahim Khaled, Former Deputy Governor, Bangladesh Bank graced the function as Chief Guest and Mr. Mohammed Hossain, Former Managing Director, Sonali Bank was present as Special Guest. The function was chaired by Mr. Kazi Md. Shafiqur Rahman, president of BWAB and former Managing Director, Mutual Trust Bank Ltd.