News
ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ - এর ৪র্থ এজিএম অনুষ্ঠিত ৭ মার্চ ২০২১ | ব্যাংকিং নিউজ বাংলাদেশ
ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বিডব্লিউএবি) এর চতুর্থ এজিএম গতকাল শনিবার (৬ মার্চ ২০২১ ইং) ঢাকার বনানীতে অবস্থিত স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বিডব্লিউএবি) এর প্রেসিডেন্ট কাজী মো: শফিকুর রহমান স্বাক্ষরিত একটি প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বিডব্লিউএবি এর সদস্যগণ জুম প্লাটফরমের মাধ্যমে গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেন এবং অনুষ্ঠানটি বিডব্লিউএবি এর ফেসবুক গ্রুপ পেইজে সরাসরি সম্প্রচার করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডব্লিউএবি এর প্রেসিডেন্ট কাজী মোঃ শফিকুর রহমান, প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক (এমডি), মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিডব্লিউএবি এর সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ হোসেন, প্রাক্তন ব্যবস্থপনা পরিচালক, সোনালী ব্যাংক লিমিটেড এবং জনাব মোহাম্মদ লকিয়তুল্লাহ, ভাইস চেয়ারম্যান, বোর্ড অব ডাইরেক্টরস, হজ্ব ফাইন্যান্স কোম্পানী লিমিটেড। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এবং বিডব্লিউএবি এর সম্মানিত উপদেষ্টা জনাব খোন্দকার ইব্রাহিম খালেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং মরহুমের আত্মার মাগফিরাতের জন্য বিশেষভাবে দোয়া করা হয়। বিডব্লিউএবি এর প্রেসিডেন্ট কভিড-১৯ মহামারির সময় বিডব্লিউএবি এর পক্ষ থেকে নেয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ সমূহ সম্পর্কে আলোচনা করেন। তিনি বিডব্লিউএবি এর সকল সদস্যগণকে প্রত্যেকের নিজ নিজ প্রতিষ্ঠান এবং বিডব্লিউএবি এর কল্যাণমুখি কার্যক্রমের জন্য আন্তরিক ও নি:স্বার্থ ভাবে কাজ করার আহ্বান জানান।
Former central banker Ibrahim Khaled dies at 80 24 February 2021 | bdnews24.com
Former deputy governor of Bangladesh Bank Khandker Ibrahim Khaled has died in hospital care at the age of 80. He breathed his last at Bangabandhu Sheikh Mujib Medical University at 5:30 am on Wednesday, said his son Khandker Sayeed. Ibrahim Khaled was admitted to Bangladesh Specialised Hospital in early February after he contracted the coronavirus. He suffered from other physical ailments after recovering from the COVID-19 illness. He was shifted to BSMMU on Feb 21. “He tested negative for the coronavirus later, but suffered from old-age complications," Sayeed told bdnews24.com. President Abdul Hamid and Prime Minister Sheikh Hasina have expressed condolences over the passing of Khaled. "The people of this country will forever remember the talent and skills showed by Khandker Ibrahim Khaled in ensuring the smooth development of the banking sector in Bangladesh," said Hamid. Hasina also paid tribute to Khaled for his indelible contributions to the banking sector in a condolence message. Khaled's namaz-e-janaza or funeral prayer will be held at Kachi-Kanchar Mela office in Segunbagicha at 11 am, followed by another funeral prayer at Baitul Mukarram National Mosque. He will be laid to rest at his ancestral home in Gopalganj, said his son. Ibrahim Khaled was born on July 4, 1941 in Gopalganj. He completed his Masters in Geography from Dhaka University and also held an MBA from IBA. Khaled's association with the banking sector spanned nearly six decades. He was the managing director of Pubali Bank Limited from 2001 to 2006. He also served as the managing director of Bangladesh Krishi Bank, Agrani Bank and Sonali Bank. Later, he spent three years as a deputy governor of Bangladesh Bank from 1998 to 2001. Khaled had been closely linked to Kachi-Kanchar Mela, having served as a director, executive council president and a member of the trustee board of the organisation from 2000 onwards.
খোন্দকার ইব্রাহিম খালেদ আর নেই ২৪ ফেব্রুয়ারি ২০২১ | প্রথম আলো
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বুধবার সকাল পৌনে ছয়টার দিকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। খোন্দকার ইব্রাহিম খালেদকে গত রোববার বিএসএমএমইউ এর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে তাঁকে সেখানে নেওয়া হয়। করোনায় সংক্রমিত হয়ে তিনি ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর আরও নানা সমস্যা ধরা পড়ে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছাড়াও বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং সোনালী, অগ্রণী ও পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন খোন্দকার ইব্রাহিম খালেদ। ২০১০ সালে শেয়ারবাজারের পতনের কারণ অনুসন্ধানে সরকার গঠিত তদন্ত কমিটির প্রধান ছিলেন তিনি। খোন্দকার ইব্রাহিম খালেদ ১৯৪১ সালে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে স্নাতকোত্তর ও আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করে ১৯৬৩ সালে ব্যাংকিং পেশায় যুক্ত হন। খোন্দকার ইব্রাহিম খালেদ কচিকাঁচার মেলার পরিচালক ছিলেন। রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচা ভবনে তাঁর প্রথম জানাজা বেলা ১১টার দিকে অনুষ্ঠিত হবে। এরপর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বাদ জোহর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। গোপালগঞ্জে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।